আগরতলাঃ আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর সঙ্গে শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়ে বিনিময়ে পেলেন একজনের মুণ্ডহীন দেহের ছবি। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। এই ছবি পাঠিয়ে ইসলামিক স্টেট জঙ্গিরা তাঁর শান্তি প্রস্তাব নাকচ করে দিল বলেই মনে করছেন ‘আর্ট অফ লিভিং’-এর প্রবক্তা।

আগরতলায় তিন দিনের সফরে গিয়েছিলেন রবিশঙ্কর। সেই সফর সেরে কলকাতার বিমান ধরার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমি সম্প্রতি আইএসআইএস-এর সঙ্গে শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে একজনের মুণ্ডহীন দেহের ছবি পাঠিয়েছে। ফলে আমার সঙ্গে আইএসআইএস-এর শান্তি বৈঠকে বসার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমার মনে হয় ওরা শান্তি চায় না। তাই সেনাবাহিনীর মাধ্যমেই ওদের মোকাবিলা করা উচিত।’

ইসলামিক স্টেট জঙ্গিরা শান্তি প্রস্তাবে সাড়া না দিলেও, উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলিকে সরকারের সঙ্গে শান্তি ফেরানো নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রবিশঙ্কর। তিনি উত্তর-পূর্ব ভারতে শান্তি বজায় রাখা এবং সব সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস ও মতবাদকে মিলিয়ে দেওয়ার উপর জোর দিচ্ছেন।

সম্প্রতি দিল্লিতে তাঁর সংগঠনের অনুষ্ঠানের ফলে যমুনা নদীর তীরের ক্ষতি হওয়ার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রবিশঙ্কর।