নয়াদিল্লি: ভারতকে নিঃশর্ত সহযোগিতার প্রস্তাব ইজরায়েলের। ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত বলেছেন, ভারতের নিজেকে রক্ষা করতে যা যা প্রয়োজন, সেসব দেওয়ার ব্যাপারে ইজরায়েল কোনও গন্ডি বা সীমার কথা ভাববে না। এই বক্তব্য পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের ভিতরেই বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে, ইজরায়েল যে কায়দায় সন্ত্রাসবাদ মোকাবিলা করে, ভারতেরও সেভাবেই জঙ্গি দমনের পন্থা উদ্ভাবন করা উচিত।
ইজরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধু ভারত যাতে বিশেষত, সন্ত্রাসবাদী হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্যই আমরা রয়েছি।
সন্ত্রাসবাদ মোকাবিলায় বরাবর কট্টর অবস্থান বহাল রেখে চলা ইজরায়েলের নতুন রাষ্ট্রদূত হয়ে সম্প্রতি নয়াদিল্লি এসেছেন ডঃ রন মালকা। সন্ত্রাসবাদে বারবার ক্ষতবিক্ষত ভারতকে কতদূর তাঁরা সহযোগিতা করতে তৈরি, প্রশ্ন করা হলে তিনি বলেন, নিজেকে বাঁচাতে ভারতের যা যা দরকার, সে ব্যাপারে কোনও সীমারেখা টানবে না ইজরায়েল। কাছের বন্ধু ভারত বিশেষত সন্ত্রাসবাদী হামলা থেকে যাতে নিজেকে রক্ষা করতে পারে, সে ব্যাপারে সাহায্য করতে রয়েছি আমরা। কারণ সন্ত্রাসবাদ শুধু ভারত, ইজরায়েলের নয়, গোটা দুনিয়ার সমস্যা।
মালকার অভিমত, সন্ত্রাসবাদ রুখতে গোটা দুনিয়াকে একজোট হতে হবে, পরস্পরকে সহযোগিতা করে তা খতম করতে হবে। তিনি বলেন, সেজন্যই আমরা ভারতকে সাহায্য করব, আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, কলাকৌশল তার সঙ্গে ভাগ করব। কারণ আমরা সত্যিই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সাহায্য করতে চাই।
ইজরায়েলি সামরিক বাহিনীতে কর্নেল পদ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন মালকা। তিনি জানান, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু তাঁকে বলেছেন, ভারত তাঁদের খুবই গুরুত্বপূর্ণ শরিক ও বন্ধু এবং তিনি সেই বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে চান, আমাদের জ্ঞান, অভিজ্ঞতা শেয়ার করতে চান।
পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাদের সঙ্গে কোনও ক্ষেত্রে দ্বিপাক্ষিক লেনদেন, আদানপ্রদান নেই বলেও জানান মালকা। তিনি আরও বলেন, ভারতের হাত শক্ত করে ইজরায়েল বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখছে কারণ গোটা দুনিয়াকে স্থিতিশীল রাখায় ভারতের বিরাট ভূমিকা আছে। আমরা পৃথিবীটাকে বসবাসের জন্য আরও নিরাপদ করে তুলতে এটা করছি।
পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পরও মালকা ট্যুইট করেছিলেন, ইজরায়েল পুলওয়ামার সন্ত্রাসবাদী আক্রমণের কঠোর নিন্দা করছে, তাদের এই কঠিন সময়ে ভারতীয় বন্ধুদের পাশে রয়েছি। সিআরপিএফ জওয়ান ও তাদের পরিবারগুলি, ভারতীয় জনগণ, ভারতের সরকারকে গভীরতম শোক, সমবেদনা জানাই।
সন্ত্রাস মোকাবিলায় ভারতকে নিঃশর্ত সহযোগিতার প্রস্তাব, সাহায্য দেওয়ায় ‘কোনও সীমা টানবে না’, জানাল ইজরায়েল, পাকিস্তানের সঙ্গে তাঁদের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, বললেন রাষ্ট্রদূত
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2019 05:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -