নয়াদিল্লি: গোটা বিশ্বই এখন করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত। ভারতও রেহাই পায়নি করোনার গ্রাস থেকে। তবে এদেশে করোনা আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এখন অনেকটাই কার্যকরী হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই ওই ওষুধের তুমুল চাহিদা। আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করেছিল ভারত। এবার করোনা আক্রান্ত ইজরায়েলেরও পাশেও দাঁড়াল।

ইজরায়েলে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাল ভারত। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মোদির সঙ্গে নিজের একটি ছবিও ট্যুইট করেন তিনি।



করোনা মোকাবিলায় আমেরিকা ও ব্রাজিলের পর ইজরায়েলের পাশেও দাঁড়িয়েছে ভারত। সদ্য সে দেশে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে নয়াদিল্লি। তারপরই ‘বন্ধু’ নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর ট্যুইট, “ইজরায়েলকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার জন্য আমার প্রিয় বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অশেষ ধন্যবাদ। ইজরায়েলের প্রত্যেকটি মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ।’

পাল্টা ট্যুইট করেছেন মোদিও। টুইটারে তিনি লেখেন, ‘আমাদের এক হয়ে এই মহামারির মোকাবিলা করতে হবে। বন্ধুদের সমস্ত রকমের মদত দিতে প্রস্তুত ভারত। ইজরায়েলের জনতা সুস্থ ও ভাল থাকুক, আমি এটাই কামনা করি।’



হাইড্রক্সিক্লোরোকুইন আদতে ম্যালেরিয়ার ওষুধ। করোনা প্রতিরোধে তা কতটা কার্যকর তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে চিকিৎসক মহলে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারাও এই ওষুধের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।