মাদুরাই: ইসরো একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের রেকর্ড করেছে। ওই উপগ্রহগুলির মধ্যে ৯০টিই ছিল আমেরিকার। সেই আমেরিকা যারা একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল। এতেই বোঝা যায় দেশ উন্নয়নের পথে হাঁটছে। বললেন বিজ্ঞান, প্রযুক্তি ও ভূবিজ্ঞান বিষয়ক মন্ত্রী হর্ষ বর্ধন। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দিরে সপরিবারে পুজো দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন হচ্ছে। যে আমেরিকা এক সময় নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, তারাই এখন ইসরোকে দিয়ে উপগ্রহ উৎক্ষেপণ করছে। এতেই স্পষ্ট, দেশে যে সব পরিবর্তন এসেছে, তা সদর্থক। হর্ষ বর্ধন মনে করেন, উত্তর প্রদেশে বিজেপির জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, মহারাষ্ট্র আঞ্চলিক ভোটে দলের জয়েই প্রমাণ, নোট বাতিল সহ বিভিন্ন কেন্দ্রীয় সিদ্ধান্ত মানুষ সাদরে গ্রহণ করেছেন। গোটা দেশেই দারুণ সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী, তাঁদের আশা, তামিলনাড়ুতেও সরকার গড়বেন তাঁরা।