বেঙ্গালুরু: কৃত্রিম উপগ্রহ জিস্যাট-৬ এ-র সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় এই কৃত্রিম উপগ্রহ। গতকাল সকালে লিকুউড অ্যাপোজি মোটর ইঞ্জিনের মাধ্যমে দ্বিতীয়বার কক্ষপথে পাঠানোর চেষ্টা করা হয় এই কৃত্রিম উপগ্রহটিকে। ৫৩ মিনিট ধরে চলে এই প্রচেষ্টা। সফলভাবে জিস্যাট-৬ এ-কে কক্ষপথে স্থাপন করা হয়। এরপর আজ সকালে এই কৃত্রিম উপগ্রহটিকে নিজের কক্ষপথে স্বাভাবিকভাবে ঘুরতে দেওয়ার জন্য তৃতীয় ও শেষবার কিছু প্রক্রিয়াগত কার্যকলাপ করার কথা ছিল ইসরোর বিজ্ঞানীদের। কিন্তু তার আগেই জিস্যাট-৬ এ-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ০৮-এর মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয় জিস্যাট-৬এ। মোবাইল সংযোগের ক্ষেত্রে এই কৃত্রিম উপগ্রহ সাহায্য করবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিতেও পাওয়া যাবে মোবাইল সংযোগ। কিন্তু এখন এই কৃত্রিম উপগ্রহটি কী অবস্থায় আছে, সে বিষয়ে ইসরোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে জল্পনা শুরু হয়েছে।
জিস্যাট-৬ এ-র সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Apr 2018 01:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -