বেঙ্গালুরু: মাস দুয়েক আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো-র চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের প্রচেষ্টা সফল হয়নি। এবার আরও একবার সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে। সম্ভবত আগামী বছরের নভেম্বরে তা করা হতে পারে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে। প্রস্তাবিত চন্দ্রযান-৩ অভিযান সম্পর্কে রিপোর্ট প্রস্তুত করতে ইসরো তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল ইসরো। ওই কমিটির রিপোর্ট এখনও জমা পড়েনি। অভিযানের প্রস্তুতি নিয়ে কমিটিকে কিছু পথনির্দেশিকা দেওয়া হয়েছে। ইসরো-র এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছরের নভেম্বরে উত্ক্ষেপণের একটা ভালো সুযোগ রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থার সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, রোভার, ল্যান্ডার ও অবতরণের অপারেশন সম্পর্কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে এবার। চন্দ্রযান-২-র যে খামতিগুলি ছিল তা সংশোধন করা হবে। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রযান -২-র ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল ইসরো। কিন্তু অবতরণের ঠিক আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শিক্ষাবিদ ও ইসরো-র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্থার লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টরের নেতৃত্বে একটি জাতীয় পর্যায়ের কমিটি ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করেছেন। কোথায় ভুল হয়েছিল, কমিটি তা নির্দিষ্ট করে দেখিয়েছে। কমিটি এ ব্যাপারে একটি রিপোর্ট প্রস্তুত করেছে এবং তা মহাকাশ গবেষণা সংস্থার কাছে জমা দিয়েছে বলে মনে করা হচ্ছে।