নয়াদিল্লি: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একসঙ্গে রেকর্ড সংখ্যক ১০৩টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। পিএসএলভি-সি৩৭ রকেটের সাহায্যে এতগুলি উপগ্রহকে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হবে। এই কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে ১০০টিই বিদেশের। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির উপগ্রহও রয়েছে।


ইসরোর আধিকারিক এস সোমনাথ বলেছেন, প্রথমে ঠিক হয়েছিল এ মাসের শেষ দিকে বিদেশের ৮০টি উপগ্রহ সহ মোট ৮৩টি উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু পরে এর সঙ্গে আরও ২০টি বিদেশি উপগ্রহ যুক্ত হয়। এই কারণেই উৎক্ষেপণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ইসরো সেঞ্চুরি করতে চলেছে।

সোমনাথ আরও বলেছেন, যেগুলি উৎক্ষেপণ করা হবে, তার মধ্যে ১০০টি কৃত্রিম উপগ্রহ ছোট মাপের। সেগুলির ওজন ৫০০ থেকে ৬০০ কেজি। পিএসএলভি-র মোট ওজন হবে ১৩৫০ কেজি।

এর আগে গত বছর একসঙ্গে ২২টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। এবার তার প্রায় পাঁচ গুণ বেশি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। এরপর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প দক্ষিণ এশীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে।