একসঙ্গে রেকর্ড ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2016 11:25 AM (IST)
নয়াদিল্লি: একসঙ্গে রেকর্ড সংখ্যক ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠাতে চলেছে ভারত। সম্প্রতি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র তরফে এই তথ্য জানানো হয়েছে। ইসররো চেয়ারম্যান কিরণ কুমার জানান, জুনের শেষদিকে একটি কার্টোগ্রাফিক উপগ্রহ সমেত একযোগে ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। চলতি মাসে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটাই সবচেয়ে বড় পরীক্ষা। তিনি জানিয়েছেন, উপগ্রহগুলির মধ্যে তিনটি ভারতীয় এবং বাকিগুলি বিদেশি। বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-র অধীকর্তা কে শিরণ জানিয়েছেন, এই বিশাল উৎক্ষেপণের জন্য ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৩৪) ব্যবহৃত হবে। তিনি আরও জানান, বিদেশি উপগ্রহগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইন্দোনেশিয়া এবং জার্মানির। প্রসঙ্গত, ২০০৮ সালে একসঙ্গে ১০টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল ইসরো।