চেন্নাই: বিদেশে সম্পত্তি ঘোষণা না করার অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী, ছেলে কার্তি এবং পুত্রবধূ শ্রীনিধির বিরুদ্ধে কালো টাকা রোধ আইনে চারটি চার্জশিট দাখিল করল আয়কর দফতর।


এদিন চেন্নাইয়ের বিশেষ আদালতে কালো টাকা রোধ আইনের ৫০ নম্বর ধারা এবং ২০১৫ সালের আয়কর আইন অনুযায়ী এই চার্জশিট দাখিল করেছে আয়কর। অভিযোগ, ইংল্যান্ডের কেমব্রিজে ৫.৩৭ কোটি টাকার স্থাবর সম্পদ, একই দেশে ৮০ লক্ষ টাকার সম্পত্তি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.২৮ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেননি তাঁরা।


সম্প্রতি, এই মামলায় কার্তি ও তাঁর পরিবারের বিরুদ্ধে নোটিস জারি করেছে আয়কর। এর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন চিদম্বরম-পুত্র। তিনি দাবি করেন, নিজের সম্পত্তির খতিয়ান এবং লেনদেনের যাবতীয় তথ্য ও নথি ইতিমধ্যেই আয়করের হাতে তুলে দিয়েছেন। ফলে, একই মামলায় দুবার করে নোটিস পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। যদিও, হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়।


প্রসঙ্গত, ২০১৫ সালে কালো টাকার বিরুদ্ধে অভিযানের পদক্ষেপ হিসেবে এই কালো টাকা রোধ আইন কার্যকর করে মোদী সরকার। এই আইনের মূল লক্ষ্য, বিদেশ যাঁরা বেআইনিভাবে সম্পত্তি গচ্ছিত করে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা।