নয়াদিল্লি: গত বছরের নভেম্বরে নোট বাতিলের পর মার্চ পর্যন্ত আয়কর বিভাগ ৭,৯৬১ কোটি টাকার অঘোষিত আয়ের হদিশ পেয়েছে। সংসদকে আজ  এই তথ্য জানানো হয়েছে। এক লিখিত জবাবে অর্থ দফতরের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন জানিয়েছেন, ওই সময় পর্বে ৯০০ গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে। এতে ৯০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং ৭,৯৬১ কোটি টাকার অঘোষিত আয়ের কথা স্বীকার করে নেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০১৬-র ৮ নভেম্বর কালো টাকা, জাল নোট ও দুর্নীতি মোকাবিলার জন্য ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের পর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী, ২০১৭-র ৩০ নভেম্বর পর্যন্ত ১৮.৭০ কোটি টাকার জাল নোট রাজ্য পুলিশ বাজেয়াপ্ত করেছে। এক বছর আগের সময় পর্বে এর পরিমাণ ছিল ১৫.৭০ কোটি টাকা।