নয়াদিল্লি: ৯১ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহর। অর্থনীতিতে সে পেয়েছে ৯৪ শতাংশ নম্বর। ছেলের এই ফলে একেবারে খুশিতে আত্মহারা অবস্থা মা স্মৃতির। নিজেই ট্যুইট করে জানালেন তাঁর আত্মতৃপ্তির কথা।

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফল। ১৩ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহরও একজন। ছেলের ফল জানার পর স্মৃতি ট্যুইট করে জানিয়েছেন, “আজ আমি ভীষণ গর্বিত। ছেলে জোহর কেবল বিশ্ব কেম্পো (একটি বিশেষ ক্যারাটে প্রতিযোগিতা) চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকই জেতেনি, উচ্চমাধ্যমিকে ৯১ শতাংশ নম্বরও অর্জন করেছে। আরও বেশি আনন্দিত, কারণ ও ইকনমিক্সে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে। আজ নিজেকে খুব তৃপ্ত মনে হচ্ছে।”



প্রসঙ্গত, এই পরীক্ষায় ৯৫ শতাংশের ওপরে নম্বর পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ছেলে পুলকিত। কেজরিবালের স্ত্রী সুনীতা পুলকিতের ৯৬.৪ শতাংশ নম্বর পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ট্যুইটে শুভাকাঙ্খী ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুনীতা।

উল্লেখ্য, এই পরীক্ষায় চোখ কপালে তুলে দেওয়ার মতো ফল করেছে গাজিয়াবাদের হন্সিকা শুক্লা ও মুজফ্ফরনগরের করিশ্মা অরোরা। এই দুই ছাত্রীই ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তিনজন। ঋষিকেশের গৌরঙ্গি চাওলা, রায়বরেলির ঐশ্বর্য ও হরিয়ানার ভাব্য, এই তিনজনই ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে।

শতাংশের বিচারে দেশের মধ্যে সবথেকে ভাল ফল করেছে তিরুবনন্তপুরম। কেরলের এই শহরের গড় ফল ৯৮.২ শতাংশ। তারপরই রয়েছে তামিলনাড়ুর চেন্নাই (৯২.৯৩) ও নয়াদিল্লি (৯১.৮৭)।

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাভড়েকর।