উজ্জয়িনী: বিশ্বকে প্রথপ্রদর্শন করার দায়িত্ব নিতে হবে ভারতকেই। এমনটাই মনে করেন রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।


শুক্রবার, উজ্জয়িনীতে তিনদিনব্যাপী শৈব মহোৎসবের সূচনা করতে গিয়ে ‘সরসংঘচালক’ বলেন, আমাদের সংস্কৃতির পদচিহ্ন বিশ্বের সর্বত্র পাওয়া যায়। ভারতীয় সংস্কৃতি হল সর্বজনীন। গোটা বিশ্বকে তা বেঁচে থাকার শিল্প শেখায়।


ভাগবত বলেন, শিব হল বিশ্ব ঐক্যের প্রতীক। বিশ্বকে পথ দেখানোর দায়িত্ব আমাদেরই নিতে হবে। তিনি আরও বলেন, শিবের প্রথম নাম হল রুদ্র। যার অর্থ শক্তি। রুদ্র হল শিবের সেই রূপ যা সব শয়তানি শক্তিকে ধ্বংস করেছে।


ভাগবতের মতে, দেশ হোক বা ব্যক্তি—সকলের চরিত্র শিবের মতি হওয়া উচিত। শান্তির জন্য যুদ্ধের কোনও প্রয়োজন নেই। শান্তি পেতে সব ধরনের স্বার্থপরতাকে ত্যাগ করতে হবে।