নয়াদিল্লি: কালো টাকার বিরুদ্ধে দেশজুড়ে অভিযান অব্যাহত। তামিলনাড়ুতে একের পর এক তল্লাশি অভিযান চলছে। রাজ্যে দুটি পৃথক জায়গায় আয়কর হানায় তিন কোটি টাকা নগদ ও ছয় কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিবের পর আয়কর দফতরের নজরে তামিলনাড়ুর আরও এক আইএএস। নগরাজন নামে ওই আইএএস অফিসারের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। উদ্ধার হয়েছে ৬ কিলো সোনা ও নগদ দেড় কোটি টাকা। পাশাপাশি, চেন্নাই বিমানবন্দরের কাছে ৫ জনের কাছ থেকে উদ্ধার নগদ নতুন নোটে ১ কোটি ৩৪ লক্ষ টাকা। উদ্ধার হওয়া টাকার পুরোটাই ২০০০ টাকার নোট।
এছাড়া উত্তরপ্রদেশের সম্ভলে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে আয়কর দফতর। এর মধ্যে নতুন নোট রয়েছে ১৬ লক্ষ টাকার। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন দিল্লি স্টেশনেও এক ব্যক্তির কাছ থেকে পুরানো ৫০০-হাজার টাকার নোটে নগদ ৩১ লক্ষ টাকা আটক করেছে আয়কর দফতর।
চেন্নাইয়ে বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত নতুন নোটে ১.৩৪ কোটি টাকা, আমলার বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি ও ছয় কেজি সোনা
ABP Ananda, web desk
Updated at:
22 Dec 2016 12:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -