পটনা: লালুপ্রসাদের বিরুদ্ধে আয়কর হানার পরদিন আরজেডি ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাপ ছড়াল পটনায়। এদিন আরজেডি-র যুব শাখার কয়েকশ কর্মী-সমর্থক খালি গায়ে বিহার বিজেপির সদর দফতরের সামনে মিছিল করেন। দলের প্রধান লালুপ্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিহারের বিজেপি নেতা সুশীল মোদীর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে তাঁরা স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণ পরেই আরজেডি কর্মী-সমর্থকরা বীর চাঁদ পটেল মার্গে বিজেপির অফিস লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন। এর পাল্টা হিসেবে বিজেপি কর্মীরা লাঠি হাতে আরজেডি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনায় ছয়জন জখম হয়েছেন। বিজেপি অফিসের সামনে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদস্থ পুলিশ আধিকারিক মনু মহারাজ জানিয়েছেন, পুলিশ সঠিক সময়ে হস্তক্ষেপ করে দুই পক্ষকে হঠিয়ে দেয়। শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

মুজফফরপুরেও আরজেডি কর্মীরা বিজেপি অফিস ঘেরাও করে। তবে পুলিশের হস্তক্ষেপে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

সুশীল মোদী বিজেপি দফতরে আরজেডি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এই ঘটনাকে নিন্দাজনক আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের মদতেই এই ঘটনা ঘটেছে। বিরোধীদের কন্ঠস্বর চাপা দেওয়াই এর উদ্দেশ্য।

বিজেপি এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে।

অন্যদিকে, আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারির অভিযোগ, তাঁদের কর্মীর বিজেপি অফিসের বাইরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীরাই লাঠি ও বোতল নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে।