বেঙ্গালুরু: মায়ের হয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী ডি কে শিবাকুমার। তাঁর দাবি, সারল্যের সুযোগ নিয়ে সংবাদমাধ্যমের একাংশ তাঁর মাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার ক্ষেত্রে প্ররোচনা দিয়েছে। সিদ্দারামাইয়া অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
করফাঁকির অভিযোগে টানা তিন দিন ধরে শিবাকুমারকে জেরা করেছেন আয়কর বিভাগের আধিকারিকরা। এ বিষয়ে একটি কন্নড় সংবাদমাধ্যমকে শিবাকুমারের মা গৌরাম্মা বলেছেন, ‘আমার ছেলের জন্যই সিদ্দারামাইয়া রাজনীতিতে এসেছেন। আজ তিনি আমার ছেলেকে হিংসা করছেন। তবে নির্বাচনের দিন এগিয়ে এসেছে। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। তাঁকে এবং বিজেপি-কে পরবর্তী পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে দেওয়া হোক।’ আয়কর বিভাগের জেরার পিছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলে তিনি সন্দেহ করছেন কি না, এই প্রশ্নের জবাবে গৌরাম্মা বলেছেন, ‘হতেও পারে।’
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মায়ের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়ে শিবাকুমার বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমার মা শিক্ষিত নন। কার নির্দেশে আয়কর বিভাগ তদন্ত করতে আসে, সেটা তিনি জানেন না। তিনি যখন মানসিক চাপে ছিলেন, তখনই সংবাদমাধ্যমের একাংশ তাঁর সারল্যের সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করতে প্ররোচিত করে। সঙ্কটের সময় আমার ও পরিবারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী, দলের অন্যান্য নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞ।’
সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মায়ের তোপ, ক্ষমা চাইলেন শিবাকুমার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2017 09:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -