এই প্রথম, ভারত-চিন সীমান্তে ১৫ চৌকিতে ১০০ মহিলা জওয়ান নিয়োগ করল আইটিবিপি
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 07:38 PM (IST)
গ্রেটার নয়ডা: এই প্রথম ভারত-চিন সীমান্তে ১০০ মহিলা জওয়ান নিয়োগ করল ইন্দো তিবেতীয় বর্ডার পুলিশ ফোর্স (আইটিবিপি)। প্রথমবার দুর্গম সীমান্তে পাঠানো হচ্ছে মহিলা যোদ্ধাদের। আইটিবিপি ডিরেক্টর জেনারেল কৃষ্ণ চৌধুরী জানিয়েছেন, বাছাই করা ১৫ টি চৌকিতে মহিলা জওয়ান মোতায়েনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই মহিলা বাহিনী যুদ্ধ এবং অস্ত্রচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। সেখান মহিলাদের জন্য বিশেষ পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছ। সীমান্তে লিঙ্গ বৈষম্য ঘুচিয়ে দেওয়া হয়েছে। আধিকারিক সূত্রে খবর, মোট ১০০ জন কর্মীর মধ্যে সব থেকে বেশী মহিলা জওয়ান নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের লাদাখ সীমান্তের ইন্দো-তিবেতীয় বর্ডার পুলিশে। অল্প কিছু কর্মী নিয়োগ হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশে। ভবিষ্যতে আরও মহিলা জওয়ান নেওয়া হবে বলে সূত্রের খবর। এ বছরই ফোর্স ইন্দো-চিন সীমান্তে কনস্টেবল পদে ৫০০ মহিলা ট্রুপ নিয়োগ করেছিল। এর জন্য ৪৪ সপ্তাহ ধরে তাঁদের যুদ্ধ কৌশল এবং পর্বতে প্রতিকূল পরিবেশে কীভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, তার প্রশিক্ষণ দেওয়া হয়।