বিশাখাপত্তনম: ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, দেশের রাজনীতির ইতিহাসে এটা সবচেয়ে বড় পদক্ষেপ।

বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে নোট বাতিল নিয়ে মুখ খুলেছেন কোহলি। তিনি বলেছেন, ‘আমি ভারতের রাজনীতি যতটুকু দেখেছি, তাতে এই উদ্যোগটাকেই সবচেয়ে ভাল মনে হচ্ছে। আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এটা অবিশ্বাস্য পদক্ষেপ।’

মজার ছলে কোহলি বলেছেন, রাজকোটে হোটেলের বিল দিতে গিয়ে তিনি পুরনো নোট বার করেছিলেন। তখন তাঁর মনে পড়ে, সেই নোট আর চলবে না। এখন তাঁর মনে হচ্ছে, ওই নোটে সই করে অনুরাগীদের দিতে পারেন।