মুম্বই: ফাওয়াদ খান ও আতিফ আসলামের মত পাক শিল্পীদের ভারতে কাজ করতে দেওয়ার প্রশ্নে কিন্তু সলমন খানের পাশে দাঁড়ালেন না কঙ্গনা রানাওয়াত। বরং বলিউড থেকে আপাতত তাঁদের বাদ দেওয়ার পক্ষেই প্রকারান্তরে সওয়াল করলেন তিনি। মুম্বইয়ে এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কঙ্গনা বলেন, যেভাবে উরিতে ভারতীয় সেনাদের হত্যা করা হয়েছে, তাতে পাক শিল্পীদের ব্যাপারে নিরপেক্ষ থাকা শক্ত। তাঁর কথায়, এই মুহূর্তে উরি সন্ত্রাসে ১৯জন সেনাকর্মীর প্রাণহানিতে গোটা দেশ শোকমগ্ন। ফলে এখন নিরপেক্ষ থাকা রীতিমত কঠিন। তাঁর আশা, শিল্প এবং ভালবাসা একসময় জয়ী হবে কিন্তু বর্তমানে পক্ষপাতশূন্য মনোভাব আশা করা যায় না।

তবে পাক শিল্পী ইস্যুতে এখনও দ্বিধাবিভক্ত বলিউড। কর্ণ জোহর, সলমন খানের মত নামি ব্যক্তিত্ব পাক শিল্পীদের হয়ে সওয়াল করেছেন। কিন্তু ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন পাক অভিনেতা অভিনেত্রীদের কাজ না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে, উরি হামলার প্রেক্ষিতে পাক অভিনেতাদের এ দেশে কাজ করতে দেওয়া হবে না। নিজে থেকে ভালয় ভালয় না গেলে তাঁদের ধাক্কা দিয়ে তাড়ানো হবে। একই কথা বলেছে শিবসেনাও। সলমন খান পাক শিল্পীদের হয়ে সওয়াল করায় এমএনএস প্রধান রাজ ঠাকরে মন্তব্য করেছেন, দরকারে তাঁর ছবিও নিষিদ্ধ করা হবে। তাঁর কথায়, বলিউডের বোঝা উচিত, দেশের মূল্য সব থেকে বেশি। তাহলে পাক অভিনেতাদের নিয়ে এত মাথাব্যথা কেন, ভারতে কি শিল্পী কম পড়েছে? তাঁর কথায়, সেনা জওয়ানরা সীমান্তে দেশ রক্ষা করছেন। কী হবে, যদি তাঁরা অস্ত্র নামিয়ে রাখার সিদ্ধান্ত নেন? সলমন কি যাবেন সীমান্ত পাহারা দিতে? সলমনের যদি পাক শিল্পীদের নিয়ে এতই মাথাব্যথা থাকে, তবে তাঁর ছবিও নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।