নয়াদিল্লি : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা। তিনি বলেছেন, ভারতে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ম্যানহাটনে মাইক্রোসফটের অকটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন নাডেলা। তিনি বলেছেন, 'আমার মনে হয়, যা হচ্ছে, তা খুবই খারাপ....এক বাংলাদেশি শরণার্থী ভারতে এসে চূড়ান্ত সাফল্য অর্জন করে ভারতে ইউনিকর্নের মতো স্টার্টআপ তৈরি করবেন বা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন, এমন একটা দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগবে'।
মাইক্রোসফট ইন্ডিয়ার এক বিবৃতিতে নাডেলা বলেছেন, প্রত্যেক দেশেরই নিজের সীমা চিহ্নিত করার, নিরাপত্তা জোরদার করার এবং শরণার্থী নীতি ঠিক করার অধিকার আছে। গণতন্ত্রে এ নিয়ে সরকার ও জনগণের মধ্যে বিতর্কেরও জায়গা আছে বলে মত মাইক্রোসফটের সিইও-র। বহুসংস্কৃতির ভারতে বেড়ে ওঠা এবং আমেরিকায় শরণার্থী জীবন তাঁকে পরিণত করেছে বলে মত প্রকাশ করেছেন নাডেলার। ভারতে একজন শরণার্থী সমাজের সহযোগিতায় উন্নতির সিঁড়িতে পা রাখবে এমন আশাপ্রকাশ করেছেন মাইক্রোসফটের সিইও।


সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কে কার্যকর ঘোষণা করে গত ১০ জানুয়ারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। গত ১১ ডিসেম্বর সংসদে সিএএ অনুমোদিত হয়।

এই আইন অনুসারে, ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যে  হিন্দু, শিখ, খ্রীস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি ধর্মাবলম্বীরা ভারতে এসেছেন, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গন্য করা হবে না, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।