অ্যাপলের নতুন চমক, ৭ সেপ্টেম্বর আসছে আইফোন সেভেন
Web Desk, ABP Ananda | 30 Aug 2016 03:37 AM (IST)
সান ফ্রান্সিসকো: সাত তারিখে সাত-এর জাদু! অ্যাপলের নতুন চমক সাত সেপ্টেম্বর। আগামী বুধবার সান ফ্রান্সিসকোয় আত্মপ্রকাশ করছে আইফোন সেভেন। নতুন কী চমক থাকছে এবারের আইফোনে? এখনও তা জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, সফটওয়্যার, ক্যামেরা থেকে প্রসেসিং স্পিড-এ চমক দিতে পারে সংস্থা। প্রতিবারের মতো এবারও পরিবারের নতুন সদস্যকে ঘিরে আগ্রহ তুঙ্গে অ্যাপলপ্রেমীদের।