লন্ডন: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, নেতাজি সুভাষচন্দ্র বসু আর প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী নাকি আত্মীয়। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক এক গবেষক দল।
অমিতাভের সঙ্গে বাংলার ঘনিষ্ঠ যোগাযোগ, তিনি এখানকার ভাদুড়ি পরিবারের জামাই। নিজেকে বাংলার জামাই আখ্যাও দেন বিগ বি। কিন্তু জানা যাচ্ছে, তাঁর সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর।
বাংলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে শাস্ত্রীরও। নতুন এই গবেষণা বলছে, নেতাজি, শাস্ত্রী, বচ্চন- কয়েকশো বছর আগে এই তিনজনেরই বংশধারা বেরিয়েছে এক পরিবার থেকে। হাজার বছর বা তারও আগে উত্তর ভারতের কনৌজ থেকে ৫ ঘর কুলীন কায়স্থ বাংলায় এসে বসবাস শুরু করেন। তাঁদের সঙ্গেই নাকি আসেন ৫ ব্রাহ্মণ।
এই ৫ কায়স্থ থেকেই নাকি বাংলার বোস, ঘোষ, গুহ, মিত্র ও দত্ত কায়স্থদের সৃষ্টি। এই গবেষণায় এখনকার বাঙালি কুলীন কায়স্থদের কয়েকজনকে বেছে নিয়ে তাঁদের ঐতিহাসিক ও জিনঘটিত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়েছে।
তাতে নাকি দেখা যাচ্ছে বাংলার বোস ও উত্তরপ্রদেশের শ্রীবাস্তবরা একই পরিবার থেকে এসেছেন। আর তাই যদি হয়, এই বংশধারা প্রমাণ করে দেবে, বিগ বি, লালবাহাদুর শাস্ত্রী ও নেতা সুভাষ পরস্পরের দূর সম্পর্কের আত্মীয়, তাঁরা রক্তের বন্ধনে জড়িত।
বড় পরিবার, সুখী পরিবার, নেতাজি, বিগ বি ও লাল বাহাদুর শাস্ত্রী আসলে আত্মীয়, বলছে গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2017 09:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -