মুম্বই:  কাঠুয়া গণধর্ষণকাণ্ডের বিভীষিকা নিয়ে গোটা দেশের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছে বলিউডও। প্রত্যেক অভিনেতা কেউ পথে নেমে প্ল্যাকার্ড হাতে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। দোষীদের যত দ্রুত সম্ভব শাস্তির দাবি তুলেছেন। তবে নারীদের অধিকার, নারী শিক্ষা, নারীদের সম্মান নিয়ে সোচ্চার অমিতাভ বচ্চন অবশেষে মুখ খুললেন।


 

সিনিয়র বচ্চনের ভাষায় এই ঘটনা সম্পর্কে জানার পর তাঁর মন ঘৃণায়, বিরক্তিতে ভরে গিয়েছে। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মুখও বিগ বি। কেন্দ্রের সেই প্রকল্পের প্রতিনিধির মনে হয়েছে এই বিষয় সম্পর্কে কথা বলা অত্যন্ত যন্ত্রণাদায়কও।

সম্প্রতি কাঠুয়া, উন্নাও এবং সুরাতকাণ্ড নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে বলি ব্রিগেড। সকলেই অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারের সঙ্গে কঠিন শাস্তির দাবি তুলেছে।