২০১৯-এ লড়াই হবে বাঘ আর গাধাদের মধ্যে, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ের মন্তব্যে বিতর্ক
ABP Ananda, Web Desk | 29 Jun 2018 01:54 PM (IST)
নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা ভোটে এক বাঘের সঙ্গে গাধাদের লড়াই দেখবে দেশ। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে। এখানে বাঘ বলতে তিনি বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ও গাধা হল বিরোধীরা। বিরোধী জোট নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগড়ে বলেন, ২০১৯-এর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হলেন বাঘ। আর বিরোধীরা সব গাধা, হনুমান। একদিকে তাই থাকবে বাঘ, অন্যদিকে তার সঙ্গে লড়াই করতে ভিড় করবে দুনিয়ার সব গাধা, হনুমান, কাক, ভাল্লুক, শেয়ালরা। এখানেই থামেননি হেগড়ে। তিনি সভায় আগতদের উদ্দেশে বলেন, আপনারা সব প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। এর কারণ কংগ্রেসের পাপ। যদি বিজেপি কংগ্রেসের মত এত বছর দেশ শাসনের সুযোগ পেত, আপনারা রুপোর চেয়ারে বসে থাকতেন। কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট দাবি করেছে, হেগড়েকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। উত্তর কানাড়ার ৫ বারের এই লোকসভা সাংসদ অবশ্য এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। কর্নাটক বিধানসভা ভোটের সময় তিনি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর একের পর এক মন্দিরে যাওয়ার প্রেক্ষিতে তাঁকে জাল হিন্দু বলে অভিহিত করেন। গত বছর ডিসেম্বরে বলেন, সংবিধান পাল্টে ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেবেন তাঁরা। এ নিয়ে প্রবল বিতর্ক হয়।