মালাপ্পুরম (কেরল): কেরল ও অন্যান্য রাজ্যে বিজেপি ক্রমশ বাড়ছে বলে মন্তব্য করে নেতৃত্বের রোষে কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর মহিলা শাখা বনিথা লিগের প্রেসিডেন্ট কামরুন্নিসা আনোয়ার।

কামরুন্নিসার বাড়ি এসে ডোনেশন চেয়েছিলেন বিজেপি কর্মীরা। তখন নাকি তিনি এও বলেন, আশা করি, বিজেপি রাজ্যের উন্নয়ন, মানুষের মঙ্গল করতে পারবে। এতে শোরগোল পড়ে যায়। আইইউএমএল নেতৃত্বের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কামরুন্নিসা। নেতৃত্ব গতকাল সিদ্ধান্ত নেয়, ক্ষমা চেয়ে নিয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অপরাধে ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু আচমকা সিদ্ধান্ত বদলে যায়। তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট কে পি মারিয়াম্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের বক্তব্য, বিজেপির প্রশংসা করা ঠিক হয়নি তাঁর, সেজন্যই সরানো হল।

কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইউডিএফের শরিক আইইউএমএলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে কামরুন্নিসার মন্তব্য। আগেই তাঁর জবাবদিহি করে দল। কামরুন্নিসা সাফাই দেন, তিনি নিজে থেকে বিজেপির অনুষ্ঠানে যাননি, গেরুয়া শিবিরের স্থানীয় নেতারাই তাঁর কাছে এসেছিলেন।
এর আগেও গত বছরের বিধানসভা নির্বাচনে দল একজনও মহিলাকে টিকিট না দেওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন কামরুন্নিসা।