মালাপ্পুরম: নিকটতম সিপিএম-বাম জোটের প্রার্থী এম বি ফয়সলকে ১,৭১,০০০-এর বেশি ভোটে হারিয়ে কেরলের মালাপ্পুরম লোকসভা আসনটি দখলে রাখলেন ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল) প্রার্থী পি কে কুনহালিকুট্টি। সিপিএম প্রার্থী ফয়সল ওই কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই তাঁর থেকে কম ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী এন শ্রীপ্রকাশ এসেছেন তিন নম্বরে।


রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে সিপিএমের বামজোট। তারা  ধাক্কা খেল বলা যায়, কেননা নির্বাচনী প্রচারে সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান বলেছিলেন, সরকারের পারফরম্যান্সের ওপর মানুষের রায় মিলবে ভোটের ফলে।

কেন্দ্রের প্রাক্তন ইউপিএ জোট সরকারের শরিক আইইউএমএল নেতা তথা সেই সরকারের মন্ত্রী ই আহমেদের মৃত্যুতে মালাপ্পুরম আসনটি শূন্য হয়ে পড়ায় উপনির্বাচন করতে হয়। বরাবরই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রটি মুসলিম লিগের শক্ত ঘাঁটি। ২০১৪-র লোকসভা নির্বাচনেও ই আহমেদ সিপিএমের পি কে সাইনাবাকে ১ লক্ষ ৯৪ হাজারের বেশি ভোটে পরাস্ত করেছিলেন।
এই জয়ের ফলে প্রথম লোকসভায় যাচ্ছেন কুনহালিকুট্টি, যিনি আগে রাজ্যে মন্ত্রী ছিলেন, বর্তমানে প্রতিনিধি ভেঙ্গারা বিধানসভা কেন্দ্রের।