হায়দরাবাদ:  আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। হায়দরাবাদে জিই সামিট বা বিশ্ব বাণিজ্যিক সম্মেলনে অংশ নেবেন ইভাঙ্কা। জিই সম্মেলন শুরু হবে আগামী ২৮ নভেম্বর থেকে। ট্রাম্প-কন্যাকে রাজসিকভাবে স্বাগত জানাতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে তেলঙ্গানা সরকার।  ইভাঙ্কা মনে করেন প্রথমে মহিলাদের উন্নয়ন প্রয়োজন, তাহলে সার্বিক উন্নয়ন স্বাভাবিক নিয়ম মেনেই হবে। এমনকি বর্তমান মার্কিন সরকারের লক্ষ্যই হল ঘরে এবং বাইরে দুজায়গাতেই বাণিজ্যের উন্নতি করা।

আগামী সপ্তাহের সম্মেলনে দুটো প্যানেলে উপস্থিত থাকার কথা ইভাঙ্কার। প্রায় সারা দুনিয়া থেকে ১২০০ ব্যবসায়ী এই সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলন সম্পর্কে এক বিবৃতি দিয়ে ইভাঙ্কা বলেছেন, ভারত এবং মার্কিন সরকার যৌথভাবে এই বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে। দুদেশের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় করতে এই সম্মেলনের ভূমিকা অনস্বীকার্য।

  • ইভাঙ্কাকে স্বাগত জানাতে কি কি আয়োজন করছে তেলঙ্গানা সরকার দেখে নেব একনজরে


 

  • হাইটেক শহরের সৌন্দর্যয়ানে ব্যস্ত তেলঙ্গানা সরকার। গ্রেটার হায়দরাবাদ পুরসভা রাস্তার দুপাশের সমস্ত পাথর সরিয়ে ইন্টালকিং টাইলস বসাচ্ছে। রাস্তার দুপাশ সাজানো হচ্ছে ফুল দিয়ে।


 

  • রাজ্যের যেসমস্ত রাস্তায় মেরামতির প্রয়োজন ছিল দীর্ঘ কয়েকমাস ধরে, এখন সেই কাজ চলছে পূর্ণ তত্পরতার সঙ্গে।


 

  • সেখানকার রাজ্য সরকারের তরফে একটি ড্রাইভ লঞ্চ করা হয়েছে, যেখানে একটা বিষয় নিশ্চিত করা হয়েছে, যেন কোনওভাবে ভিখারী না দেখতে পাওয়া যায় সেখানে


 

  • এই প্রস্তুতির জন্যে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া কর্পোরেট ডোনেশনও নেওয়া হয়েছে প্রস্তুতি সম্পূর্ণ করার জন্যে।


 

  • এছাড়া বেশ কয়েকজন তারকারও উপস্থিত থাকার কথা সম্মেলনে।যদিও দীপিকা পাড়ুকোন এবং মহেন্দ্র সিংহ ধোনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

  • এখনও এ.আর রহমানের কনসার্টের বিষয় নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।

  • মার্কিন নিরাপত্তা আধিকারিক সূত্রে খবর, ইভাঙ্কা সফরের বিস্তারিত তথ্য যদি কোনওভাবে ফাঁস হয়, তাহলে এই সফর বাতিলও হয়ে যেতে পারে।


 

  • শহরের সমস্ত ফ্লাইওভারগুলো রঙ করা হয়েছে। যেখানে সম্মেলনটি হবে, তার আগে দু কিমি রাস্তা জুরে তাল, বোগেনভেলিয়ার সারি বসানো হয়েছে। হাতি ও হরিণের স্তম্ভ বসানো হয়েছে।

  • এই বাণিজ্য সম্মেলনের অষ্টম এডিশনটি নীতি আয়োগের সঙ্গে পার্টনারশিপে আয়োজন করছে মার্কিন সরকার।

  • ফলকনামা রাজপ্রাসাদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি নৈশভোজেও যোগ দেওয়ার কথা ইভাঙ্কা। সেখানে থাকার কথা রয়েছে টাটা এবং মুকেশ অম্বানির মতো ব্যক্তিত্বদের।

  • ইভাঙ্কা সহ প্রায় শতাধিক প্রতিনিধিকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুত তেলঙ্গানা সরকার।