বার্ষিক গ্লোবাল আঁতেপ্রেনারশিপ সামিট বা জিইএসের যুগ্ম উদ্যোক্তা ভারত ও আমেরিকা। ৩ দিনের এই সামিট শুরু হচ্ছে আজ থেকে, চলবে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশনসে। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তিকে সঙ্গে নিয়ে এতে যোগ দিতে এসেছেন মার্কিন প্রশাসনিক কাজকর্মের অন্যতম শক্তিকেন্দ্র ইভাঙ্কা। এছাড়া তাঁর সঙ্গে রয়েছেন আমেরিকার ৩৮টি প্রদেশের ৩৫০ জন মার্কিন ও অনাবাসী ভারতীয় প্রতিনিধি। বিদেশ মন্ত্রক টুইট করে তাঁর হায়দরাবাদে আসার কথা জানিয়েছে।
ট্রাম্প কন্যা এখানে বক্তব্য রাখবেন কাজের জগতে মহিলাদের সংখ্যাবৃদ্ধি কীভাবে করা যায় তা নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে জিইএসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন তিনিও। আগামী কাল সমাবেশে তাঁর ফের বক্তৃতা দেওয়ার কথা।
এ বছরের সামিটের বিষয় হল উওমেন ফার্স্ট, প্রসপারিটি ফর অল। এতে যোগ দেবে ১,২০০ তরুণ উদ্যোগপতি, যাঁদের সিংহভাগই মহিলা।
এর আগেও ভারতে এসেছেন ইভাঙ্কা। তবে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে এই প্রথম এ দেশে এলেন তিনি। প্রধানমন্ত্রী হায়দরাবাদের ফলকনুমা প্রাসাদে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন।