নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বিপুল পরিমাণ লোন শোধ না করে দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেওয়া বিজয় মাল্য দীর্ঘদিন পর মুখ খুলে বললেন, তিনি ব্যাঙ্ক জালিয়াতির 'পোস্টার বয়' হয়ে উঠেছেন। আর্থিক দেনায় গুটিয়ে যাওয়া বিমান সংস্থা কিং ফিশার-এর কর্নধার শিল্পপতি জানিয়েছেন, তাঁকে ঘিরে দুর্ভাগ্যজনক ভাবে বিতর্ক তৈরি হয়েছে। তার জবাব দেওয়ার সময় এসেছে। সেজন্য তিনি নীরবতা ভাঙছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়ে ২০১৬-র ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উভয়কেই চিঠি লিখেছিলেন বলে দাবি করেন মাল্য। কিন্তু দুজনের কারও তরফ থেকেই প্রতিক্রিয়া মেলেনি বলে বিবৃতি দিয়ে জানান তিনি।
বর্তমানে তাঁকে ব্রিটেন থেকে প্রত্যর্পণের মাধ্যমে ভারতে ফেরানোর প্রক্রিয়া রুখতে আদালতে আইনি যুদ্ধ চালাচ্ছেন মাল্য। তাঁর অভিযোগ, সরকার ও ঋণদাতা ব্যাঙ্কগুলির চাপে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে এমন নানা অভিযোগ পেশ করেছে যেগুলি ধোঁপে টেঁকে না, নির্জলা মিথ্যা।
তিনি বলেন, ইডি বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে আমার নিজের, বিভিন্ন গ্রুপ কোম্পানি ও আমার পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে, যার চলতি বাজারদর প্রায় ১৩৯০০ কোটি টাকা। সংক্ষেপে বলতে গেলে আমায় ব্যাঙ্ক প্রতারণার পোস্টার বানিয়ে জনরোষের মুখে ফেলে দেওয়া হয়েছে।
আমায় ব্যাঙ্ক জালিয়াতির পোস্টার বয় বানানো হয়েছে, মুখ খুললেন মাল্য
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2018 03:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -