উল্লেখ্য, বলিউডে পাক শিল্পীদের কাজ করা নিয়ে চলতি বিতর্কের মধ্যে সিনেমা ওনার্স অ্যান্ড এক্সিবিটার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রতিবেশী দেশটির শিল্পী রয়েছেন, এমন কোনও ছবি প্রদর্শন না করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে করণ জোহরের পক্ষে একটা বড় ধাক্কা। কারণ, তাঁর আগামী সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রয়েছেন পাক শিল্পী ফাওয়াদ খান। এ ব্যাপারে করণ জোহরের পাশেই দাঁড়ান অনুরাগ। রবিবার তিনি ট্যুইট করেন, গত বছরের ২৫ ডিসেম্বর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই করণ অ্যায় দিল হ্যায় মুশকিল-এর শ্যুটিং করছিলেন। তাহলে প্রধানমন্ত্রীরও তো তাঁর পাক সফরের জন্য ক্ষমা চাওয়া উচিত।
কিন্তু অনুরাগের এই মন্তব্যে নিন্দার ঝড় বয়ে যায় ট্যুইটারে। কিন্তু সমালোচনা স্বত্ত্বেও নিজের অবস্থানে অনড় অনুরাগ। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেছেন, পরিষ্কার করে দিতে চাই যে, ‘আমি অভিযোগ করেছিলাম, কারণ আমার আশা সরকার আমাদের সুরক্ষা দেবে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, কারণ সেই অধিকার আমার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় চিত্কার করে যাঁরা আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের বলব নিজের দেশপ্রেম প্রমাণ করুন আগে। এখানে চিত্কার করে তো কোনও লাভ নেই।’