নয়াদিল্লি: বিয়ের ৪৬ বছর পর এবং ঋতুস্রাব বন্ধের ২০ বছর পর আইভিএফ-এর সাহায্যে ৭২ বছর বয়সে মা হলেন দলজিন্দর কৌর। গত ১৯ এপ্রিল আরমান সিংহ নামের এই পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

মা হওয়ার জন্য সবধরনের চেষ্টাই করেছিলেন দলজিন্দর। কিন্তু অবশেষে আইভিএফ পদ্ধতির সাহায্যে নিজের স্বপ্ন সফল করতে পারলেন তিনি। এই পদ্ধতিতে ডিম্বানু ও শুক্রাণু জঠরের বাইরে একটি টেস্ট টিউব-এর মধ্যে সংরক্ষণ করে প্রতিপালন করা হয় ।

দলজিন্দরের স্বামীর বয়স এখন ৭৯ বছর। এই বয়সেও মহিন্দর সিংহ গিল স্ত্রীর ইচ্ছেপূরণের জন্যে পঞ্জাবের অমৃতসর থেকে হরিয়ানার হিসার-এ ঘুরে বেড়িয়েছেন। এরআগে দুবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন দলজিন্দর, কিন্তু অবশেষে গত বছর জুলাইয়ে তিনি গর্ভবতী হন। হিসারের যে ক্লিনিক দলজিন্দরের সন্তানধারণে সাহায্য করেছে, সেখানে এরআগেও এক ৬৬ বছর বয়সি মহিলা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছিলেন ২০০৮ সালে। তবে ক্লিনিকের এক চিকিত্সক জানিয়েছেন, এত বয়সে সন্তানধারণ করতে গেলে শারীরিকভাবে অনেক ফিট থাকতে হয়, না হলে বাচ্চাধারণের সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।