জম্মু-কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনী-জঙ্গি গুলির লড়াই, মৃত এক পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2016 01:42 PM (IST)
সোপোর: জম্মু-কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনী-জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু এক পুলিশকর্মী। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। গুলির লড়াইয়ে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। গুলির লড়াই প্রথম শুরু হয় সোপোরের জালুরা এলাকার মারওয়ালের জঙ্গলে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও সেখানে গুলির লড়াই চলছে। এরআগে গত ৬ নভেম্বর জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক সেনা জওয়ানের। পরের দিন গত ৭ নভেম্বর সোপিয়ানে গুলির লড়াইয়ের মধ্যে পড়ে আহত হয় এক সেনা জওয়ান।