সন্ত্রাসকে হারিয়ে দিল আর্থিক দাবি, কাশ্মীরে পুলিশের চাকরির জন্য আবেদনপত্র ৬৭,০০০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2017 02:17 PM (IST)
শ্রীনগর: লেফটেন্যান্ট উমর ফয়েজের নির্মম হত্যার ৪ দিনের মাথায় কাশ্মীরে পুলিশের চাকরির পরীক্ষা দিতে লাইনে দাঁড়ালেন কয়েকহাজার কাশ্মীরী যুবকযুবতী। বক্সি স্টেডিয়ামে তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হল। উপত্যকার জঙ্গি গোষ্ঠীগুলি স্থানীয় যুবসম্প্রদায়কে বারবার সাবধান করেছে, নিরাপত্তা বাহিনীতে যোগ দিলে জীবন বিপন্ন হতে পারে। তারপরেও রাজ্য পুলিশের ৬৯৮টি শূন্য সাব ইন্সপেক্টর পদের জন্য ৬৭,২১৮টি আবেদনপত্র জমা পড়েছে। এগুলির মধ্যে ৩৫,৭২২টি আবেদনপত্রই এসেছে উপত্যকা থেকে। এঁদের মধ্যে কয়েকহাজার মহিলা আবেদনকারীও রয়েছেন। সবরকম সামাজিক বাধা ভেঙে শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাঁরা। এই যুবকযুবতীরা এক বাক্যে জানাচ্ছেন, জঙ্গিয়ানা সঠিক পথ নয়, এই রোগ সারাতে ঠিকমত দাওয়াই দরকার। তাঁরা জঙ্গিদের মুখোমুখি হয়ে কাশ্মীরকে আবার ভূস্বর্গের চেহারা দিতে তৈরি। শ্রীনগরের পর অন্যান্য জেলাতেও এই শারীরিক পরীক্ষা চলবে।