মুম্বই: মুম্বইয়ের মোককা আদালতের রায়ে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন সহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হল। তাদের প্রত্যেককে ২৬ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত। তবে এই মামলায় সাংবাদিক জিগনা ভোরাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। ২০১১ সালে মুম্বইয়ের পাওয়াইয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঝাঁঝরা হয়ে যান সাংবাদিক জে দে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, আর বাঁচানো যায়নি।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছোটা রাজন ছাড়াও আরও দশজনকে অভিযুক্ত করা হয়। সাংবাদিক জিগনা ভোরা জে দে-র তথ্য রাজনকে দিয়েছেন এই সন্দেহে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছোটা রাজন বর্তমানে তিহার জেলে রয়েছে। আপাতত আদলতের নির্দেশে মুক্তি পেয়েছেন সাংবাদিক জিগনা ভোরা।
জে দে ইংরেজি দৈনিক মিড ডে-র সাংবাদিক ছিলেন। মুম্বইয়ের পাওয়াইয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়। খুনের সময় বাইক চালাচ্ছিলেন সাংবাদিক জে দে। সাংবাদিকের ওপর বেশ কিছুক্ষণ নজর রাখার পর তার ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরই তাঁকে হীরানন্দানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এই হত্যাকাণ্ডের পর ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশ। তখনই সামনে আসে ছোটা রাজনের নাম। সূত্রের খবর, সেই সময় ছোটা রাজন সন্দেহ করেছিল, দাউদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সাংবাদিক জে দে-র। সেইজন্যে তাঁর কাগজে ছোটা রাজনের বিরুদ্ধে তিনি লিখছেন। এছাড়াও ডি কোম্পানিকে সাহায্য করে ওই সাংবাদিক তাকে খুনের ছক কষছে বলেও সন্দেহ করে ছোটা রাজন। প্রসঙ্গত, সেই সময়ই এক বৈঠকের জন্যে ওই সাংবাদিক লন্ডন এবং ফিলিপিন্স গিয়েছিলেন, এবং তিনি আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটি বইও লিখছিলেন।
জে দে-র লেখা অন্যতম বিখ্যাত বই হল জিরো ডায়াল। যে সময় ওই সংবাদিককে হত্যা করা হয়, সেই সময় তিনি ছোটা রাজনকে নিয়ে তাঁর বইটি লিখছিলেন। তারপরই ২০১১ সালে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় সাংবাদিক জে দে-কে।
জ্যোতির্ময় দে হত্যা মামলা: ছোটা রাজন সহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2018 08:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -