শ্রীনগর: কাশ্মীরের বান্দিপোরায় সিআরপিএফ ছাউনিতে হামলা চালাতে এসে খতম হল ৪ জঙ্গি। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, গুলিবারুদ উদ্ধার হয়েছে।
আজ ভোর ৪টে ১০ মিনিট নাগাদ বান্দিপোরার সুম্বলে সিআরপির এক ছাউনিতে আত্মঘাতী হানার লক্ষ্যে ছিল ওই জঙ্গিরা। ৪৫ নম্বর ব্যাটিলয়নের ওই ছাউনিতে তারা জোর করে ঢোকার চেষ্টা করে। সেন্ট্রি পোস্টের দিকে জঙ্গিরা গুলি চালানো শুরু করলে ভেতরে জওয়ানরা শুরু করেন জবাবি গুলিবর্ষণ।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। সিআরপির গুলিতে ৪ জঙ্গির মৃত্যু হয়, ভেস্তে যায় আত্মঘাতী হামলার ছক।
তবে জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।
কাশ্মীরের বান্দিপোরায় সিআরপি ছাউনিতে হামলা, খতম ৪ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2017 07:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -