শ্রীনগর:  পাক গোলায় জম্মু-কাশ্মীর সীমান্তে প্রাণ গেল ৮ মাসের নিরীহ শিশুর। সকালেও চলছে গুলি। উত্তর দিচ্ছে ভারতীয় সেনাও। নিরাপত্তার খাতিরে অরনিয়া-আরএসপুরায় বন্ধ স্কুল।

 

জম্মু-কাশ্মীরের আখনুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনায় সময় আট মাসের শিশুটি তার মা-বাবার সঙ্গে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই পাক গোলায় প্রাণ গেল আট মাসের শিশুর। গতকাল অরনিয়া ও আরএস পুরা সেক্টরেও রাতভর গুলিবর্ষণ করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। এখনও চলছে গুলির লড়াই। নিরাপত্তার খাতিরে অরনিয়া ও আরএস পুরা সেক্টরে সীমান্ত থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার বিএসএফ আউটপোস্ট ও আশপাশের গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। কোনও হতাহতের খবর নেই। গতকালই অরনিয়া, আরএস পুরা ও সাম্বার সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন। পাশাপাশি, আজ অরনিয়া সেক্টরের কাছে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সের আউট পোস্ট এবং টাওয়ারগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।