পন্ডিতদের উপত্যকায় ফেরাতে প্রস্তাব পাশ জম্মু ও কাশ্মীর বিধানসভায়
Web Desk, ABP Ananda | 19 Jan 2017 06:15 PM (IST)
জম্মু: সর্বসম্মতিক্রমে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর উপত্যকায় ফিরতে দেওয়ার অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রস্তাব গৃহীত হল জম্মু ও কাশ্মীর বিধানসভায়। বৃহস্পতিবার সভা বসার পর প্রস্তাবটি পেশ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ২৭ বছর আগে কাশ্মীরে এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, যার পরিণামে কাশ্মীরী পন্ডিত সম্প্রদায়, শিখদের ও কিছু মুসলিম বাধ্য হয়ে ভিটেমাটি ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁদের উপত্যকা ছাড়ার ২৭টি বছর কেটে গিয়েছে। এখন আমাদের যাবতীয় রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ওদের প্রত্যাবর্তনের জন্য সভায় প্রস্তাব পাশ করা উচিত। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর সংসদীয় বিষয়ক মন্ত্রী আবদুল রহমান ভিরি ওই প্রস্তাব সভায় পেশ করার অনুমতি দেন। স্পিকার কবীন্দ্রি গুপ্ত প্রস্তাবটি পেশ করেন, সেটি ধ্বনিভোটে গৃহীত হয়।