শ্রীনগর:  জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় রবিবার সকালে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। বান্দিপোরার মির মোহাল্লা গ্রামের হাজিন এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ সকালে, খবর পিটিআই সূত্রে।





তল্লাশি অভিযান চালানোর সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক এসওজি জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অপর আর এক সূত্রের দাবি, গুলির লড়াইয়ে এক পাকিস্তানি লস্কর জঙ্গিরও মৃত্যু হয়েছে। মৃত জঙ্গির নাম আলি ভাই। সে পাকিস্তানের বাসিন্দা। জানা গিয়েছে, আজ সকালের অভিযান ব্যাহত করতে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথরও ছোঁড়ে স্থানীয় বাসিন্দারা। এইমুহূর্তে পুরো সংঘর্ষস্থল ঘিরে রেখেছে সেনা।