মায়ের মঙ্গলসূত্র, টিপ, চুড়ি না দেখে যাদব প্রথমেই প্রশ্ন করেন, বাবা কেমন আছে, কিছু হয়নি তো! জানালেন সুষমা
Web Desk, ABP Ananda | 28 Dec 2017 07:18 PM (IST)
নয়াদিল্লি: মায়ের মঙ্গলসূত্র, টিপ, হাতের চুড়ি না দেখে বাড়িতে 'খারাপ' কিছু একটা ঘটে গিয়েছে বলে আশঙ্কা করেন কুলভূষণ যাদব। ইসলামাবাদে গত সোমবার মা, স্ত্রীর সঙ্গে দেখা হয় পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন কমান্ডারের। বৃহস্পতিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় যাদবের মা, স্ত্রীর সঙ্গে পাকিস্তানে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের ব্যাপারে বিবৃতি দেন। সেখানেই তিনি এ কথা জানান। বড়দিনে ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের কাচের দেওয়াল তোলা ঘরে যাদবের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাঁর মা ও স্ত্রীকে মঙ্গলসূত্র, টিপ, চুড়ি খুলতে বাধ্য করেন সেখানকার অফিসাররা। এমনকী সন্দেহজনক কিছু একটা আছে বলে জানিয়ে যাদবের স্ত্রীর জুতোও নিয়ে নেওয়া হয়, ফেরত দেওয়া হয়নি। ক্ষুব্ধ, ব্যথিত দুই মহিলা দেশে ফেরার পরদিন বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আজ সুষমা বলেন, যাদবের মা অবন্তী আমায় বলেছেন, ছেলে প্রথম যে প্রশ্নটি করে, তা হল, বাবা কেমন আছে? কিছু হয়নি তো? ও হয়তো ভেবেছিল, বাড়িতে কোনও অমঙ্গল ঘটেছে। তবে যখন দেখে, স্ত্রীও ওগুলো পরে নেই, শীঘ্রই ও বুঝতে পারে, নিরাপত্তার অজুহাতেই মঙ্গলসূত্র, টিপ, চুড়ি খোলানো হয়েছে। পাকিস্তানে যাদবের স্ত্রী, মায়ের সঙ্গে কেমন দুর্ব্যবহার করা হয়েছে, জানাতে গিয়ে সুষমা বলেন, মঙ্গলসূত্র খুলতে বাধ্য করাটা অসম্মান প্রদর্শনের চরম দৃষ্টান্ত। যাদবের মা পাক কর্তাদের বলেছিলেন, মঙ্গলসূত্র তাঁর বিয়ের চিহ্ন। তিনি কখনই ওটা খোলেন না। কিন্তু ওরা শুনতেই চায়নি। নিরাপত্তার ওজর তুলে দুজনের পোশাক পর্যন্ত বদলাতে বাধ্য করা হয়। যাদবের মা শুধু শাড়িই পরেন। কিন্তু তাঁকে সালোয়ার, কুর্তা পরতে হয়। এদিন সংসদের দুই কক্ষেই বিবৃতি দিয়ে সুষমা জানান, গতকালই পাকিস্তানকে নোট পাঠিয়ে যাদবের মা ও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেছে ভারত। যাদবের স্ত্রীর জুতোয় চিপ, ক্যামেরা বা রেকর্ডার থাকার সন্দেহে তা নিয়ে নেওয়ার নিন্দা করে সুষমা বলেন, অবাস্তব দাবি। একবার বলছে, রেকর্ডার, আবার বলছে ক্যামেরা, কখনও বলছে চিপ। এর চেয়ে বড় সাদা মিথ্যা কিছু হতে পারে না। ভাগ্যিস বলেনি, বোমা রাখা আছে!