নয়াদিল্লি: আখলাক হত্যা মামলায় এক অভিযুক্তর মৃত্যু ঘিরে দাদরির বিসারা গ্রামে উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম রবি। বিচারবিভাগীয় হেফাজতে থাকা ২২ বছরের রবির দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয়।
হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, কিডনি ও শ্বাসযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার মৃত্যু হয়েছে রবির। গতকাল তাকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ড চিকিত্সক জে সি পাসি বলেছেন, হাসপাতালে নিয়ে আসার সময়ই রবির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিডনি কাজ করছিল না, রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সন্ধেয় কিডনি ও শ্বাসযন্ত্রের কাজ বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে।
গৌতম বুদ্ধ নগর জেলে বন্দী ছিল সে। সেখান থেকে তাকে নয়ডা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
রবির মৃত্যুর খবর আসার পর বিসারা গ্রামে উত্তেজনা ছড়ায়। রবির পরিবার জেল হেফাজতে তাকে মারধরের অভিযোগ এনেছে। স্থানীয় বাসিন্দারা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলে আখলাখের ভাই জান মহম্মদকে গ্রেফতারের দাবি জানানো হয়।
রবির ডেঙ্গু হয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে। যদি লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এ বিষয়ে মেডিক্যাল রিপোর্ট এখনও আসেনি।
উল্লেখ্য, গো মাংস খাওয়ার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ৫১ বছরের আখলাককে বাড়ি থেকে টেনে এনে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনা ঘিরে সারা দেশজুড়েই শোরগোল পড়েছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আখলাক হত্যায় অভিযুক্তর মৃত্যু, বিসারায় উত্তেজনা, মোতায়েন পুলিশ
ABP Ananda, web desk
Updated at:
05 Oct 2016 01:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -