জয়পুর: ইতিহাস গড়তে চলেছেন রাজস্থানের মায়াঙ্কপ্রতাপ সিংহ। দেশের তরুণতম বিচারক হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। ২১ বছরের এই সদ্য তরুণ প্রথমবার পরীক্ষা দিয়েই রাজস্থান জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা পাশ করেছেন।

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় বসতে ন্যূনতম বয়স ছিল ২৩ বছর। কিন্তু এ বছরই তা কমিয়ে ২১ করে রাজস্থান হাইকোর্ট। আর প্রথম বছরেই পরীক্ষায় সসম্মানে উতরে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন মায়াঙ্কপ্রতাপ। তিনি বলেছেন, বিচারকরা সমাজে অত্যন্ত সম্মানিত তাই বরাবরই তাঁর আগ্রহ ছিল বিচার বিভাগ সংক্রান্ত চাকরিতে। ২০১৪ সালে ৫ বছরের এলএলবি কোর্সের জন্য রাজস্থান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, এ বছর কোর্স শেষ হয়েছে, কমে গিয়েছে জুডিশিয়াল সার্ভিসে বসার বয়সও। তাই এ বছরই পরীক্ষায় বসেন তিনি।

মায়াঙ্ক বলেছেন, আদালতের বয়স কমানোর রায় অত্যন্ত সদর্থক সিদ্ধান্ত, এর ফলে শূন্য পদ দ্রুত ভরাট হবে, বেশিদিন চাকরি করতে পারায় আরও বেশি মানুষকে সাহায্য করতে পারবেন তিনি।