জয়পুর: ফের কুসংস্কারের বলি এক মহিলা। রাজস্থানের আজমেঢ় জেলার কেকরি অঞ্চলে ৪০ বছর বয়সি এক বিধবা মহিলাকে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার করে খুন করা হল। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মৃত মহিলার আত্মীয় বলে জানা গিয়েছে।

আজমেঢ়ের পুলিশ সুপার রাজেন্দ্র সিংহ জানিয়েছেন, এ মাসের তিন তারিখ এই ভয়াবহ ঘটনা ঘটেছে। কন্যাদেবী রায়গড় নামে ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাঁর উপর বীভৎস অত্যাচার চালানো হয়। চোখে গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়। তাঁকে জোর করে বিষ্ঠাও খাওয়ানো হয় বলে অভিযোগ। মারের চোটে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য করে দেন আত্মীয়রা। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে খুন ও রাজস্থানের কুসংস্কার-বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ১০ তারিখ তাঁর এক দূরসম্পর্কের আত্মীয় খুনের অভিযোগ দায়ের করেন। এরপর তাঁর মেয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।