আফরাজুল হত্যা: শম্ভুলালের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2017 02:09 PM (IST)
জয়পুর: বাঙালি শ্রমিক মহম্মদ আফরাজুলকে নারকীয় হত্যার মামলায় অভিযুক্ত শম্ভুলাল রেগরের আরও দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রাজস্থানের একটি আদালত। গতকাল শম্ভুলালকে আদালতে পেশ করা হয়। উদয়পুর রেঞ্জের আইজি আনন্দ শ্রীবাস্তব বলেছেন, আদালত আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শম্ভুলালের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। গত ৬ ডিসেম্বর রাজস্থানের রাজসমন্দে আফরাজুলকে কুপিয়ে পুড়িয়ে খুন করেছিল শম্ভুলাল। সেই ঘটনার ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। খুনের ওই ভিডিও তুলেছিল শম্ভুলালের নাবালক ভাইপো।