জয়পুর: বিবাহিত মহিলাদের ওপর নির্যাতনের হার এখনও ভারতের কোন শহরে সবচেয়ে বেশি, সেই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তাদের তরফে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, বিবাহিত মহিলাদের ওপর নির্যাতনের হারে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি-হায়দরাবাদ। তারপর তৃতীয় স্থানেই রয়েছে জয়পুর। সারা দেশ থেকে এই বছর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের দ্বারা বাড়ির বউয়ের নির্যাতিত হওয়ার ঘটনায় মোট ১২,২১৮ টি মামলা দায়ের হয়েছে। তথ্য বলছে, তার মধ্যে থেকে ১,০০৮টি মামলা দায়ের হয়েছে জয়পুর থেকে, দিল্লি থেকে ৩,৬৪৫ এবং হায়দরাবাদ থেকে দায়ের হয়েছে ১,৩১১ টি। এই সমস্ত শহরগুলোতে মহিলাদের ওপর নির্যাতনের হার সবচেয়ে বেশি, এবং নৃশংস।
এদিকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের ওপর অত্যাচারের হারে সবচেয়ে এগিয়ে লখনউ। উত্তরপ্রদেশের রাজধানী থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৬২টি মামলা দায়ের হয়েছে। পটনা থেকে ২৪১টি এবং জয়পুর থেকে ২১৯টি মামলা দায়ের হয়েছে ২০১৬ সালে।
টাকা সংক্রান্ত বিষয় লোককে ঠকানোর মামলায় দ্বিতীয় স্থানে রয়েছে গোলাপী শহর জয়পুর। শীর্ষে রয়েছে দেশের রাজধানী দিল্লি। তবে সাইবার ক্রাইমে সবচেয়ে এগিয়ে মুম্বই, দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু, তৃতীয় জয়পুর।
মহিলাদের ওপর স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতনের নিরিখে জয়পুর তৃতীয় স্থানে:এনসিআরবি রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2017 01:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -