প্রশাসনের বিরুদ্ধে পথে নামল রাজপরিবার, বিচারপ্রার্থী ‘রাজমাতা’
ABP Ananda, web desk | 01 Sep 2016 09:46 AM (IST)
জয়পুর: বিচার চাইছেন ‘রাজমাতা’। প্রশাসনের কাছে সুবিচারের দাবিতে পথে নেমেছেন জয়পুরের প্রাক্তন রাজ পরিবারের ‘রাজমাতা’ পদ্মিনী দেবী। রাজমহল প্রাসাদের সিংহদরজা গতসপ্তাহে সিল করে দিয়েছে জয়পুর ডেভেলাপমেন্ট অথরিটি (জেডিএ) । কর্তৃপক্ষের যুক্তি সরকারি জায়গায় রয়েছে ওই দরজা। কিন্তু ওই যুক্তি মানতে নারাজ পদ্মিনী দেবী। এর প্রতিবাদে রাজমহল প্রাসাদ থেকে ট্রিপোলিয়া দরজা পর্যন্ত মিছিল করেন ‘রাজমাতা’। সঙ্গে ছিলেন লোকেন্দ্র সিংহ কালভির মতো রাজপুত নেতৃবৃন্দ ছাড়াও রাজ পরিবারের অসংখ্য সমর্থক। সেখানে খোলা জিপসি থেকে ‘রাজমাতা’ ভাষণও দেন। তিনি বলেন, তাঁদের পরিবারকে শহরের মানুষ সম্মান করেন। জেডিএ-র পদক্ষেপে তাঁরা অপমানিত বোধ করেছেন। তিনি আরও বলেন, এই সভা সরকারের বিরুদ্ধে নয়। তারা প্রশাসনের কাছে সুবিচার চাইছেন। যদিও রাজপরিবারের সমর্থকরা রাজস্থান সরকার ও মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে স্লোগান দেন। পদ্মিনীদেবীর কন্যা তথা সওয়াই মাধেপুরের বিজেপি বিধায়ক দিয়া কুমারী অবশ্য সভায় হাজির ছিলেন না। তবে দিয়ার স্বামী ও ছেলে পদ্মিনীদেবীর সঙ্গে জিপসিতে ছিলেন। ট্রিপোলিয়া গেটে সভার পর ফের সি-স্কিম এলাকায় রাজমহল পর্যন্ত মিছিল করা হয়। উল্লেখ্য, জেডিএ গতসপ্তাহে আচমকাই রাজমহলের সিংহদরজা সিল করে দেয়। জেডিএ-র বিরুদ্ধে রাজ পরিবারের পক্ষ থেকে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। পদ্মিনী দেবীর অভিযোগ, জেডিএ তড়িঘড়ি ওই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর আশা, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা সুবিচার পাবেন। সরকারের পক্ষ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু কংগ্রেস রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন। দলের রাজ্য সভাপতি সচিন পাইলট বলেছেন, এটা প্রতিহিংসামূলক কাজ। এতে রাজ্য সরকারের মুখোশ খুলে গিয়েছে।