নয়াদিল্লি: বুকে ব্যথা ও শ্বাসজনিত অস্বস্তি নিয়ে শুক্রবার দিল্লির এইমসে ভর্তি হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সকাল ১০টা নাগাদ ৬৬ বছরের জেটলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কার্ডিও-নিউরো সেন্টারে রাখা হয়েছে। হাসপাতালের এক সূত্র জানাচ্ছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট ও নেফরোলজিস্টদের নিয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক টিম গঠন করা হয়েছে। তাঁরাই জেটলির চিকিৎসার দায়িত্বে রয়েছেন। প্রসঙ্গত, গত মে মাসে এইমসে ভর্তি ছিলেন জেটলি।
প্রথম মোদি সরকারের জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অতি-গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পেশায় আইনজীবী জেটলি। প্রায়ই তাঁকে সরকারের হয়ে ‘মুসকিল আসান’-এর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে চলতি বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি।
গত বছর মে মাসে কিডনি প্রতিস্থাপন করা হয় জেটলির। সেই সময় তাঁর জায়গায় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন পীযূষ গয়াল। এর আগে, ২০১৮ সালের এপ্রিল মাস থেকেই দফতরে যাওয়া বন্ধ করেছিলেন তিনি। পরে, সফল অস্ত্রোপচারের পর সেই বছরের অগাস্ট মাসে ফের মন্ত্রকের দায়িত্ব নেন।
তার আগে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ডায়াবেটিসের জন্য ওজন বেড়ে যাওয়ার পর তা কমাতে বেরিয়াট্রিক সার্জারিও করিয়েছিলেন তিনি।