নয়াদিল্লি: সংসদীয় বিতর্কে ব্যক্তি-আক্রমণ না করে ইস্যু নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকা উচিত সদস্যদের। এমনটাই মনে করেন অরুণ জেটলি। এই নিয়ে সংসদদের সতর্ক থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


তাঁর দাবি, আলটপকা মন্তব্য করে পরে তা প্রমাণ না করতে পারলে, আখেরে সংশ্লিষ্ট সাংসদের গ্রহণযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হয়। এদিন সংসদের সেন্ট্রাল হলে, সাংসদ-বিধায়কদের একটি সম্মেলনে তিনি বলেন, সংসদে যে ইস্যু নিয়ে আলোচনা হয় সংবাদমাধ্যমে তার ওপর কম আলোকপাত হয়। উল্টে, কক্ষের হই-হট্টগোল নিয়েই বেশি শব্দব্যয় করা হয়।


জেটলির দাবি, যখন একজন সাংসদ-বিধায়ক কোনও ব্যক্তিকে আক্রমণ করেন, তখন বাকিরা তার মজা নেন। অথচ, এখন বিশ্বের বিভিন্ন দেশের সংসদে ব্যক্তি নয়, ইস্যুর ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সব রাজ্যই কেন্দ্রীয় করের সমান ভাগ পায়। যারা অন্য দাবি করে, তারা মিথ্যে প্রচার করছে।