ট্রেন্ডিং

বউমাদের কথা মাথায় রেখে সোদপুরে নামী বস্ত্র বিপণিতি হয়ে গেল বৌমাষষ্ঠী

কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ!

ক্যানসারের ওষুধও জাল? বর্ধমানে জালে পান্ডা

জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, আরও 'খারাপ' হবে পরিস্থিতি?

পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা! জনতার হাতে আক্রান্ত আসিফা ভুট্টো জারদারি
ইউনূসের পদত্যাগ-জল্পনার মাঝেই কী বার্তা বাংলাদেশের উপদেষ্টা পরিষদের ?
নোট বাতিলকে 'সংগঠিত লুঠ' বলায় টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক বন্টন ইস্যু তুলে মনমোহনকে পাল্টা জেটলির
Continues below advertisement

নয়াদিল্লি: বিমুদ্রাকরণকে মনমোহন সিংহের আক্রমণের পাল্টা অরুণ জেটলির। নোট বাতিলকে 'সংগঠিত লুঠ' বলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন, টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক বন্টনে যা হয়েছে, দুর্নীতি বলে তাকেই। আর নোট বাতিল হল নৈতিকতা, সততার যুক্তির ভিতের ওপর দাঁড়িয়ে চালানো একটা আর্থিক প্রক্রিয়া। কালো টাকার বিরুদ্ধে অভিযান একটি নীতিগত পদক্ষেপ, কর্তব্য পালনের নীতিতে চালিত উদ্যোগ। আর যা নীতি, নৈতিকতার মাপকাঠিতে ঠিক, তাকে রাজনীতিগত ভাবে সঠিক বলেও মানতে হবে।
প্রাক্তন প্রধানমন্ত্রী এদিন গুজরাতে নোট বাতিল, জিএসটিকে দেশের অর্থনীতির ওপর জোড়া আক্রমণ বলে অভিযোগ তুলে বলেন, এগুলি বেপরোয়া পদক্ষেপ। আমদাবাদে বণিক, ব্যবসায়ীদের সভায় তিনি মন্তব্য করেন, নোট বাতিলের মাধ্যমে লুন্ঠনকে আইনি বৈধতা দেওয়া হয়েছে।
আসন্ন হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা ভোটের প্রচারে বড় ইস্যু হতে চলা নোট বাতিল, জিএসটি ঘিরে যুযুধান বিজেপি ও কংগ্রেস।সেই প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রীর এদিনের আক্রমণের জবাবে জেটলি বলেন, ১০ বছরের ইউপিএ শাসনের চরিত্রই ছিল 'নীতি বৈকল্য'। কিন্তু মোদী সরকার ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে, অর্থনীতিকে আরও স্বচ্ছ করতে কাঠামোগত সংস্কার করেছে।
দুর্নীতির অবসান ঘটাতে অর্থনীতির স্থিতাবস্থা ভাঙার জন্য ঝাঁকুনি দেওয়া দরকার বলে বিজেপি বিশ্বাস করে, বলেন জেটলি।
এ ব্যাপারে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, আগের কংগ্রেস সরকারগুলি কালো টাকার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ কোনওদিনই নেয়নি। পরিবার সেবাই ওদের উদ্দেশ্য, দেশসেবা কখনই নয়। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে আগামী প্রজন্ম একটি ন্যায্য, স্বচ্ছ, সত্ ব্যবস্থার মধ্যে বাঁচতে পারবেন বলে সাফাই দেন জেটলি। নোট বাতিলকে দেশের অর্থনীতির ইতিহাসের এক সুখকর মূহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।
বিমুদ্রাকরণের পর এক বছর শিরোনামে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ২০১৬-র ৮ নভেম্বর দিনটি ভারতীয় অর্থনীতির ইতিহাসে এক স্মরণীয় মূহূর্ত বলে চিহ্নিত হয়ে থাকবে। সামগ্রিক বিচারে একথা বলা ভুল হবে না যে, দেশ আরও স্বচ্ছ, পরিষ্কার, সত্ অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। নোট বাতিলের মাধ্যমে অর্থনীতিতে নগদের পরিমাণ কমানো, আরও মানুষকে কর ব্যবস্থার আওতায় নিয়ে আসা, কালো টাকাকে বড় ধাক্কা দেওয়ার ঘোষিত উদ্দেশ্য পূরণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে