নয়াদিল্লি: অর্থমন্ত্রকের পাশাপাশি এবার প্রতিরক্ষামন্ত্রীর বাড়তি দায়িত্ব সামলাবেন অরুণ জেটলি। গোয়ায় পালাবদলে বিজেপি সরকার গড়ছে। সেখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পর্রীকর। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সে কারণেই জেটলি আবার প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন। ২০১৪-র মে থেকে নভেম্বর পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের ভার ছিল জেটলির হাতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে এদিই পর্রীকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পর্রীকর।
প্রসঙ্গত, গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সমর্থন জুটিয়ে, পাশাপাশি দুজন নির্দল বিধায়ককে পাশে নিয়ে গোয়ায় নিজেদের শক্তি ১৩ থেকে বাড়িয়ে ২১-এ তুলে নিয়েছে বিজেপি। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১।
পর্রীকর ২১ জনের তালিকা পেশ করলে তাঁকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল মৃদুলা সিনহা।