মোদীর ১৫ জন শীর্ষ শিল্পপতিকে আড়াই লক্ষ কোটি টাকা ঋণ মকুবের রাহুলের দাবি উড়িয়ে জেটলির দাবি, এটা পুরোপুরি ভুল, মিথ্যা কথা। সরকার একজনও শিল্পপতির একটা টাকা ঋণও মাফ করেনি। বরং যাঁদের ব্যাঙ্ক ও অন্য ঋণদাতাদের কাছে ধার বাকি রয়েছে, তাঁদের দেউলিয়া ঘোষণা করা হয়েছে, মোদী সরকারের কার্যকর করা নিয়মে তাঁদের কোম্পানি থেকে অপসারিত করা হয়েছে। এইসব ঋণ মূলত ইউপিএ জমানাতেই দেওয়া হয়েছিল। দেশ ছেড়ে পালানো দুজন হিরে ব্যবসায়ীর প্রত্যেককে মোদী ৩৫০০০ কোটি টাকা দিয়েছেন, রাহুলের এই অভিযোগ তথ্যগত ভাবে ভুল বলে দাবি করেন জেটলি, বলেন, ব্যাঙ্ক প্রতারণা শুরু হয় ২০১১-য় ইউপিএ আমলে, তা ধরা পড়ে প্রথম এনডিএ জমানায়। উনি কতটা জানেন? রাহুলকে পাল্টা কটাক্ষ জেটলির
Web Desk, ABP Ananda | 06 Jun 2018 07:34 PM (IST)
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের মন্দসৌরে রাহুল গাঁধীর কেন্দ্রকে আক্রমণের পর ফেসবুক পোস্টে তাঁকে কটাক্ষ করে জবাব অরুণ জেটলির। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, সংসদের ভিতরে, বাইরে যতবারই রাহুল গাঁধীর কথা শুনি, নিজেকে একই প্রশ্ন করি, উনি কত কী না জানেন? নিজে কবে এটা জানতে পারবেন? মধ্যপ্রদেশে ওঁর আজকের ভাষণ শুনে উত্তরটা সম্পর্কে আমার কৌতূহলই জোরদার হল। ওনাকে সব কিছু ঠিকঠাক ব্রিফ করে দেওয়া হচ্ছে নাকি তথ্য পরিসংখ্যানের ব্যাপারে উনি একটু বেশি মাত্রায়ই উদাসীন?