মোদীর ১৫ জন শীর্ষ শিল্পপতিকে আড়াই লক্ষ কোটি টাকা ঋণ মকুবের রাহুলের দাবি উড়িয়ে জেটলির দাবি, এটা পুরোপুরি ভুল, মিথ্যা কথা। সরকার একজনও শিল্পপতির একটা টাকা ঋণও মাফ করেনি। বরং যাঁদের ব্যাঙ্ক ও অন্য ঋণদাতাদের কাছে ধার বাকি রয়েছে, তাঁদের দেউলিয়া ঘোষণা করা হয়েছে, মোদী সরকারের কার্যকর করা নিয়মে তাঁদের কোম্পানি থেকে অপসারিত করা হয়েছে। এইসব ঋণ মূলত ইউপিএ জমানাতেই দেওয়া হয়েছিল।
দেশ ছেড়ে পালানো দুজন হিরে ব্যবসায়ীর প্রত্যেককে মোদী ৩৫০০০ কোটি টাকা দিয়েছেন, রাহুলের এই অভিযোগ তথ্যগত ভাবে ভুল বলে দাবি করেন জেটলি, বলেন, ব্যাঙ্ক প্রতারণা শুরু হয় ২০১১-য় ইউপিএ আমলে, তা ধরা পড়ে প্রথম এনডিএ জমানায়।