ছবির সার্টিফিকেট পাওয়ার নিয়মে আরও স্বাধীনতা প্রয়োজন, বললেন জেটলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 04:11 AM (IST)
নয়াদিল্লি: ‘উড়তা পঞ্জাব’ সেন্সরশিপ বির্তকে এবার মুখ খুললেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলি। বললেন, ছবির সার্টিফিকেট পাওয়ার নিয়মকানুনে আরও বেশি স্বাধীনতা প্রয়োজন। আগামী কয়েকদিনের মধ্যে সেন্সর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমান সেন্সর ব্যবস্থা নিয়ে নিজের অসন্তোষের কথাও গোপন করেননি জেটলি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে শ্যাম বেনেগাল কমিটির একটি রিপোর্ট জমা পড়েছে। তাতে যে সুপারিশগুলি করা হয়েছে, তার ভিত্তিতে সেন্সর ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।